সি-প্যানেল খুবই জনপ্রিয় ওয়েব ভিত্তিক কন্ট্রোল প্যানেল। একটি ওয়েব সাইট এর পুরো নিয়ন্ত্রন থাকে সি-প্যানেল এ। ওয়েব সাইট ডেভলপমেন্ট এর মুল হাতিয়ার হল সি-প্যানেল। সি-প্যানেল হলো ওয়েব হোষ্টিং পরিচালনা করার জন্য বহুল ব্যবহৃত একটি সফটওয়্যার। Unix ভিত্তিক এই সফটওয়্যারটির মাধ্যমে সবচেয়ে সহজ ও সুন্দর ভাবে ওয়েব সার্ভার পরিচালনা করা যায়। সরাসরি টেক্সট কমান্ড না দিয়ে সি-প্যানেলের মাধ্যমে অনেক সহজে কাজগুলো করা যায়। API ভিত্তিক বিভিন্ন ধরনের অনুমোদন নির্ধারন করে দেওয়া যায় যার মাধ্যমে হোষ্টিং প্রদানকারী তার ক্লায়েন্টকে ওয়েব সার্ভারের বিভিন্ন রিসোর্স (হার্ডডিস্কের জায়গা, ব্যন্ডউইথ, ডোমেইন সংখ্যা, সাব-ডোমেইন, মেইল অ্যাকাউন্ট ইত্যাদি) সমূহ ব্যবহারের মাত্রা নির্ধারন করে দিতে পারে।
লিনাক্স সহ Apache, PHP, MySQL, Perl ইত্যাদি নানান ধরনের সার্ভিস সাপোর্ট এর সাথে যুক্ত হয়ে সি-প্যানেল বেশ সুবিধাজনক একটি ওয়েব সফটওয়্যার। সি প্যানেলের সাথে অনেক ধরনের এডনস যুক্ত হয়ে দিন দিন একে সমৃদ্ধ করছে।
সি-প্যানেল সাধারণত ৩ ধরনের হয়ে থাকে।
1. Root and Reseller Admin Panel
2. Reseller Domain Panel
2. Domain Owner Panel
Root and Reseller Admin Panel
Root and Reseller Admin Panel হচ্ছে সার্ভারের অ্যাডমিন সি প্যানেল, যারা মুল উৎস হিসাবে কাজ করে থাকে, নিয়ন্ত্রণ করে থাকে। একটি হোস্ট এ কত গুলো সাইট আছে, সব গুলো অ্যাকাউন্ট এর ডিটেইলস, সার্ভার ইনফরমেশন, সার্ভার কনফিগারেশন, কত গুলো সি প্যানেল আছে, ইত্যাদি বিষয়গুলো এখানে থাকে। এটি মূলত সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরের জিনিস বললেই চলে। কারন এদের এখান থেকে রিসেলার এর কাছে অ্যাডমিন প্যানেল যায়, আবার রিসেলার সাধারণ মানুষদের এডমিন প্যানেল ভাগ করে দিয়ে থাকে।
Reseller Domain Panel
সাধারন ইউজাররা এদের কাছ থেকেই হোস্টিং কিনে থাকেন। তারপর এরাই সাধারন ইউজারদেরকে সি-প্যানেল ভাগ করে দেন। এই সি-প্যানেল বেশ কিছু অতিরিক্ত অপশন রয়েছে, যা সাধারন সি-প্যানেলে থাকেনা।
Domain Owner Panel
এটি সাধারন ক্লায়েন্টদের জন্য। আপনি যদি কোন হোস্টিং কোম্পানির কাছ থেকে একটি হোস্টিং ক্রয় করেন তাহলে আপনি ও একটি সি-প্যানেল পাবেন। বিশেষ করে শেয়ার্ড হোস্টিং কেনার সময় হোস্ট প্রোভাইডার ক্লায়েন্টকে একটি অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড দিয়ে দেয়।
সি-প্যানেলে অনেকগুলো টুলস রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য কিছু টুলস রয়েছে। চলুন জেনে নেই টুলস গুলো কি কি…
Files:
- File Manager
- Image
- Directory Privacy
- Disk Usage
- Web Disk
- FTP Account
- FTP Connections
- Backup
- File Restoration
- Backup Wizard
Databases:
- PHP MyAdmin
- MySQL Databases
- MySQL Databases Wizard
- Remote MySQL
Domains:
- Site Publisher
- Addon Domains
- Subdomains
- Aliases
- Redirects
- Simple Zone Editor
- Advance Zone Editor
- Zone Editor
Email:
- Email Accounts
- Forwarders
- Email Routing
- Auto Responders
- Default Address
- Mailing List
- Track Delivery
- Global Email Filters
- Email Filters
- Authentication
- Address Importer
- Apache Spam Assassin
- Encryption
- Calendars and Contacts
- Email Disk Usage
Restore Manager:
- Restore Files
- Restore Database
- Restore Cron jobs
- Restore SSL Certificate
- Restore Mail
- Restore Mail Forwarders
- Restore DNS Zone
- Restore Domain Aliases
- Restore Full Account
- Backup Exclude
Security:
- SSH Access
- IP Blocker
- SSL/TLS
- Hotlink Protection
- Leech Protection
- SSL/TLS Wizard
- Mod Security
- SSL/TLS Status
- Let’s Encrypt
Advanced:
- Cron Jobs
- Track DNS
- Indexes
- Error Pages
- Apache Handlers
- MIME Types
- Virus Scanner
Preferences:
- Password & Security
- Change Language
- Change Style
- Contact Information
- User Manager
Software:
- Cloudflare
- PHP Pear Packages
- Peri Modules
- Site Software
- Optimize Website
- Multi PHP Manager
- Multi PHP INI Editor
- Softaculous Apps Installer
- Select PHP Version
Application:
- WordPress
- Joomla
- Drupal
- Magento
এছাড়াও রয়েছে আরও অনেক সুযোগ সুবিধা।
পোস্টটি যদি ভালো লেগে থাকে, তাহলে শেয়ার করুন এবং নিত্য নতুন পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন।
ধন্যবাদ…