ইন্টারনেট জগতে আমরা অনেকেই Online Free SMS পাঠানোর জন্য বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করে থাকি। এমনকি সেই ওয়েবসাইটে আমরা রেজিস্ট্রেশন ও করে থাকি। কিন্তু বেশিরভাগ Free SMS এর ওয়েবসাইট গুলোই ঠিকমত কাজ করে না। আবার কাজ করলেও অনেক দেড়ি করে এস এম এস ডেলিভারি হয়, সম্পূর্ণ এস এম এস ডেলিভারি হয়না না, অর্থাৎ অর্ধেক গেলেও বাকিটা যায় না।
বাংলাদেশে এমন Free SMS Service ওয়েবসাইট খুব কমই রয়েছে, যেসব সাইট থেকে আপনারা যতখুশি ফ্রিতেই এস এম এস পাঠাতে পারবেন। হয়ত এমন কিছু ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আপনারা ফ্রি এস এম এস পাঠাতে পারবেন, কিন্তু আপনাকে নির্দিষ্ট পরিমানে কিছু এস এম এস দেয়া হবে, এবং এস এম এস শেষ হলে আপনি আর এস এম এস পাঠাতে পারবেন না। কেমন হত? যদি এমন একটি সাইট থাকতো, যেখান থেকে আপনি যতখুশি এস এম এস পাঠাতে পারবেন?
হ্যা, এই প্রথম বাংলাদেশে SoftClever Limited চালু করেছে ফ্রি এস এম এস সার্ভিস। যেখান থেকে আপনারা যে কোন নাম্বারে সম্পূর্ণ ফ্রিতেই যতখুশি এস এম এস পাঠাতে পারবেন এবং কোন ধরনের Credit Limit বা পয়েন্ট Limit ও থাকবেনা।
তাহলে আসুন এক নজরে জেনে নেয়া যাক SoftClever Limited এর ফ্রি এস এম এস সার্ভিস সম্পর্কে…
ফ্রি এস এম এস প্যানেল এর ফিচারঃ
- প্রতিদিন যতখুশি SMS পাঠাতে পারবেন।
- এসএমএস পাঠাতে কোন টাকা পয়সা লাগবে না।
- ফোনবুকে নাম্বার যুক্ত করে রাখতে পারবেন।
- আপনার পছন্দের Template যুক্ত করে রাখতে পারবেন।
- যতগুলো SMS পাঠিয়েছেন সেগুলোর তালিকা দেখতে পারবেন।
নতুন অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন?
- নতুন অ্যাকাউন্ট তৈরি করতে প্রথমে https://softclever.com/register/ লিঙ্কে ভিজিট করুন।
- Mobile Number এর বক্সে আপনার Active একটি মোবাইল নাম্বার দিন।
- Email Address এর বক্সে আপনার ইমেইল অ্যাড্রেস দিন। ইমেইল এর ক্ষেত্রে আপনি Gmail অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।
- First Name এবং Last Name এর বক্সে আপনার সম্পূর্ণ নাম দিন।
- Gender এর বক্স থেকে আপনার Gender সিলেক্ট করুন।
- Division (বিভাগ) সিলেক্ট করে, তারপর আপনার (জেলা) District সিলেক্ট করুন।
- এরপর Reference এর জাগায় ফ্রি এসএমএস সম্পর্কে কোথা থেকে জানতে পেরেছেন উল্যেখ করুন।
- তারপর এই সাইটের Privacy Policy এবং Terms of Service টিতে Check Mark দিন।
বিঃদ্রঃ Register বাটনে ক্লিক করার আগে আপনার মোবাইল নাম্বার, ইমেইল এবং নাম ইত্যাদি সঠিক কিনা যাচাই করে নিন। এরপর Register বাটনে ক্লিক করুন। ব্যাস! অ্যাকাউন্ট খোলার কাজ শেষ। এবার আপনার মোবাইলে আপনার Account Number সহ Password পাঠিয়ে দেয়া হবে।
কিভাবে ফ্রি এস এম এস পাঠাবেন?
- যে কোন সময় https://softclever.com এ ভিজিট করুন, এরপর Home মেনু থেকে Send Free SMS এ যাবেন, অথবা সরাসরি ফ্রি এসএমএস প্যানেলে ভিজিট করতে চাইলে https://sms.softclever.com এ ভিজিট করতে পারেন, তারপর আপনার Account Number এবং আপনার মোবাইলে যে Password টি পাঠানো হয়েছে সেটি দিয়ে অ্যাকাউন্টে লগইন করুন। লগইন করার পর নিচের মত একটি পেজ আসবে।
নোটঃ- আপনার মোবাইলে পাঠানো পাসওয়ার্ডটি দ্রুত Change Password অপশনে গিয়ে পরিবর্তন করে নিন, এবং পাসওয়ার্ড ভুলে গেলে বা মোবাইলে পাঠানো পাসওয়ার্ড ডিলিট হয়ে গেলে এমনকি অ্যাকাউন্ট করার পর যদি পাসওয়ার্ড মোবাইলে না গিয়ে থাকে, তাহলে Reset Password বা Forgot Password? অপশনে গিয়ে পাসওয়ার্ড রিকোভার করে নিন।
ব্যাস, এবার আপনি আপনার ইচ্ছে মত SMS Template যুক্ত করতে পারবেন এবং ফোনবুকে যত খুশি নাম্বার যুক্ত করে রাখতে পারবেন, এরপর যখন যাকে খুশি যে কোন এসএমএস পাঠাতে পারবেন SMS Template সিলেক্ট করে।
ধন্যবাদ, সবাই সাথেই থাকবেন।