Payout সংক্রান্ত জরুরী নোটিশ
সু-খবর!
———————
সম্মানিত গ্রাহক, আমাদের মোবাইল রিচার্জ সার্ভারের সমস্যার সমাধান করা হয়েছে এবং পাশাপাশি bKash সার্ভারেরও সমস্যার সমাধান করা হয়েছে, আশা করছি সবাই এখন থেকে Payout করতে পারবেন কোন সমস্যা ছাড়াই। Payout করার সময় যদি কোন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে এডমিনের আইডিতে মেসেজ দেয়ার অনুরোধ রইল।
Payout করার পর আমরা চেষ্টা করি যত দ্রুত সম্ভব আপনাদের পেমেন্ট দেয়ার, তবে আপনারা দয়া করে সর্বচ্চ সময় ১০ দিন অপেক্ষা করতে হতে পারে যদি পেমেন্ট সার্ভারে কোন সমস্যা থাকে।
বিঃদ্রঃ Nagad এবং Rocket সার্ভারে সমস্যা থাকায় সকল রিকুয়েস্ট Rejected করে দেয়া হয়েছে, যাদের রিকুয়েস্ট Rejected করা হয়েছে তারা Payout History তে গিয়ে Refund করে নিতে পারবেন।
সবাই সাথেই থাকুন, ধন্যবাদ।